About Us

এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ সত্তুর বর্গকিলোমিটার আর চার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ছোট্ট একটি বদ্বীপ আমাদের এই বাংলাদেশ। ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমায়, বাঙ্গালী জাতি হিসেবে আমরা চুড়ান্ত সফলতা লাভ করি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। কারন এই দিন আমরা বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে নিজেদের জন্যে অর্জন করে নিই। চার সহস্রাব্দের রক্তাক্ত স্বাধীকার আন্দোলনের ইতিহাস অবশেষে পরিণতি পায় বাংলাদেশ নামক স্বাধীন দেশের জন্মদিনে। পরবর্তি ৪৭ বছরের ইতিহাস, আমাদের দেশটির নিজের পায়ে দাঁড়ানোর প্রাণান্তকর চেষ্টার ইতিহাস। অজস্র দুর্নীতি, অসুস্থ রাজনীতি, ধনী গরিবের ক্রমবর্ধমান পার্থক্য, লুটপাট সবকিছু ছাপিয়ে, অসংখ্য সপ্নবাজ মানুষের অক্লান্ত পরিশ্রমের ইতিহাস। আর একারনেই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে।


সব্যসাচী আমাদের দেশটিকে সামনে এগিয়ে নেয়ার অসংখ্য প্রচেষ্টার মাঝেই ক্ষুদ্র একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, আমাদের সবারই রয়েছে কিছু যোগ্যতা এবং দক্ষতা। উপযুক্ত সময় এবং সুযোগ পেলে যেগুলো আমাদেরকে অন্য সকলের থেকে আলাদা করতে পারে। সঠিক সময় আর উপযুক্ত সুযোগের এই অংকটি যখন মিলে যায়, আমরা তখন এমন সব সমস্যার সমাধান করে ফেলি, যা আমাদের আশেপাশের মানুষগুলো হয়তো কখনই আমাদের কাছে প্রত্যাশা করেনি। আমাদের জীবনের এই গল্পগুলোতে আমরাই নায়ক। সব্যসাচী নায়ক হয়ে উঠার এই গল্পগুলোকেই সবার কাছে পৌঁছে দেবে ।


ব্যক্তি জীবনে এই গল্পগুলোর আবেদন আমাদের কাছে খুব বেশি নয়। কিন্তু অন্য অনেক অচেনা মানুষের কাছেই এই অভিজ্ঞতাগুলোই হয়তো অমূল্য। সব্যসাচী, সাধারণ মানুষের এইসব আসাধারণ অভিজ্ঞতাগুলোকে তাঁদের কাছে নিয়ে যাবে, যাঁদের এই অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সব থেকে বেশি প্রয়োজন। সব্যসাচী এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা আর দক্ষতাকে নিজেদের কর্মক্ষেত্র আর ব্যক্তি জীবনের বাইরে নিয়ে এসে সমগ্র দেশ আর পৃথিবীর সামনে উন্মুক্ত করে দিতে পারব।


Discovery, National Geography, Animal Planet চ্যানেল গুলোতে, আমরা অনেক রোমাঞ্চকর অভিযানের গল্প দেখেছি। সঠিক সময় আর উপযুক্ত মানুষের কাছে আমাদের এই গল্পগুলোও কম রোমাঞ্চকর নয়। চলুননা, খুঁজে বের করি সেই সঠিক মানুষগুলোকে, যাদের, আমাদেরকে সব থেকে বেশি প্রয়োজন। তাঁদের সাথে ভাগ করে নিই নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা। একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরাই একদিন বদলে দেব আমাদের দেশটাকে।