ষষ্ঠ শ্রেণিঃ বাংলা প্রথম পত্রের কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন

/ posted in: শিক্ষকতা / posted by: Keya Ahmed

১. ক্যালিপসো, ভূমধ্যসাগরের গভীরতম জায়গা। সেখানকার উপকূলবর্তী এলাকার মানুষের প্রধান কাজ সাগরের গভীরে গিয়ে মুক্তো তুলে আনা। তবে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে দেখা যায়, অনেকেই বেশি গভীরে যেতে পারেনা। কেউ আবার অতি লোভে বেশি গভীরে গিয়ে আর ফিরতে পারেনা। এসব থেকে উপকূলবাসীদের মধ্যে কুসংস্কার তৈরি হয় যে, সেই গভীর জলে দেবতাদের অভিশাপ আছে। তাই কেউ ফিরে আসেনা। কিন্তু একদিন, ঘটনাচক্রে মাসুদ রানা আধুনিক যন্ত্রপাতি নিয়ে নামলেন ক্যালিপসোতে। ভয়ংকর সেই অভিযান। সেখানে গিয়ে তিনি দেখলেন এক অসাধারন প্রাণীজগত। ইলেক্ট্রি...